পরবর্তী রাষ্ট্রপতির নাম জানালেন পিনাকী ভট্টাচার্য

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘নতুন বাংলাদেশ’-এর রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে পিনাকী লেখেন, ‘নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সব সময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে।’
পোস্টের কিছুক্ষণ আগে আরও একটি স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট? উত্তর পাইতে একটু অপেক্ষা করেন।’
আরও পড়ুন: দুই হাত জোর করে বলছি, ফেসবুকবাসীগন ভুল তথ্য ছড়াবেন না
এছাড়া, নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে পিনাকী বলেন, ‘একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য—তিনি বেগম খালেদা জিয়া। যিনি আমাদের ইতিহাসের মহানায়ক, যিনি আমাদের প্রজন্মকে শিখিয়েছেন মাথা উঁচু করে লড়াই করতে। তিনি বলেছিলেন, “ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।” আজ তিনি দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন।’
আরও পড়ুন: ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না : সংস্কৃতি উপদেষ্টা
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। এবার তিনি হোন দেশের প্রথম নারী রাষ্ট্রপতি। বাংলাদেশ উনাকে রাষ্ট্রপতি বানিয়ে নিজেই সম্মানিত হতে চায়।’
পিনাকী ভট্টাচার্য বলেন, ‘খালেদা জিয়া ও প্রফেসর ইউনূস—এই দুই মুরব্বি মিলে আমাদের নতুন বাংলাদেশের সূচনায় নিয়ে যেতে পারেন। খালেদা জিয়া সবসময় বাংলাদেশকে দিয়েছেন, আমরা তাকে কিছু দিতে পারিনি। আমাদের উচিত তাকে রাষ্ট্রপতি হিসেবে সম্মান জানানো।’
শেষে তিনি বলেন, ‘আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন চাই। আমাদের সংসদ সদস্যরা তার কাছেই শপথ নিক—এটাই আমরা দেখতে চাই। তার অভিভাবকত্বে দেশের সেরা নির্বাচন হবে।’